ফরেক্সের জন্য হাজারো ব্রোকার আছে দুনিয়ায়। কিন্তু সব ব্রোকারই সমান নয়। আপনাকে খুঁজে নিতে হবে কোন ব্রোকারটি আপনার প্রয়োজন মিটাতে সক্ষম। এই জন্য আপনার ব্রোকারর যে দিক ভালো করে দেখা উচিৎ তা হলঃ
১) ফরেক্স ব্রোকার টি কতদিন যাবত কাজ করছে।
২) ব্রোকারটির ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন।
৩) ব্রোকারের সাথে কি কোন নামকরা ব্যাংকের সম্পর্ক আছে।
৪) প্রাইস রেট কোট কি ব্রকার নিজেই করে না তার পক্ষে কোন ব্যাংক করে।
৫) ব্রোকারের স্প্রেড কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল।
৬) ফরেক্স ব্রোকার এ ট্রেড করার কোন রেস্ট্রিকশন আছে কিনা।
৭) হেজিং করতে পারবেন কিনা।
৮) স্প্রেডের ইন্সাইডে কোন অর্ডার প্লেস করা যাবে কিনা।
৯) পজিটিভ রোলওভারে ইন্টারেস্ট পাওয়া যাবে কিনা।
১০)ব্রোকারের স্প্রেড কতটা টাইট।
১১) রোলওভার রেট ঠিক মত ডিসপ্লে করা হচ্ছে কিনা ।
ট্রেডে সফল হওয়ার পেছনে ভাল ব্রোকার নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে সামান্য ভুলে আপনাকে বিশাল লসের মুখে পড়তে হতে পারে ।