নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে চীনের অর্থনীতিতে শ্লথগতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিশ অর্থনীতির তালিকায় রয়েছে পাকিস্তান। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড) সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। চীনে রফতানি হ্রাসের ফলে বস্ত্র ও পোশাক খাতে এরই মধ্যে ৪ কোটি ৪০ লাখ ডলার খোয়াচ্ছে পাকিস্তান। যে অঞ্চল ও দেশ সবচেয়ে ক্ষতির আশঙ্কায় রয়েছে, সেগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, মেক্সিকো, সুইজারল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ড। করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে চীনের ম্যানুফ্যাকচারিং খাতে শ্লথগতিতে বৈশ্বিক বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। আঙ্কটাডের প্রাক্কলন, এতে ৫ হাজার কোটি ডলার বৈশ্বিক রফতানি হ্রাস পেয়েছে। চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাকিস্তানে বড় আকারে ধাক্কা লেগেছে। গত ফেব্রুয়ারিতে দেশটির ম্যানুফ্যাকচারিং খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ২২ পয়েন্ট কমে ৩৭ দশমিক ৫ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ২০০৪ সালের পর সর্বনিম্ন। এতে সবচেয়ে বড় ভুক্তভোগী পাকিস্তানের বস্ত্র খাত যা ৪ কোটি ৪০ লাখ ডলার হারিয়েছে।