satellite-internet.jpg
২০২০ সালের মধ্যে মহাকাশে চীন ১০টি স্যাটেলাইট নেটওয়ার্কের এর সাহায্যে বিশ্ব জুড়ে ফ্রী ওয়াইফাই সেবা দিবে। এ উপলক্ষে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছে চীনা প্রতিষ্ঠান লিঙ্কশিওর, এই প্রকল্পের আওতায় কয়েকশ’ স্যাটেলাইট পাঠাবে প্রতিষ্ঠানটি। যে কোন লোক বা ব্যাক্তি তার মোবাইলে এই নেটওয়ার্কের ইন্টারনেট সেবা সার্চ করতে পারবেন। এমনকি যেসব অঞ্চলে টেলিকম নেটওয়ার্ক নেই সেখানেও এই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। লিঙ্কশিওর ছাড়াও গুগল, স্পেসএক্স, ওয়ানওয়েব এবং টেলিস্যাটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার প্রকল্প চালু করেছে।