২০১৯ সালের শুরু থেকেই পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক থেকে সরে আসছে কাতার। যারএর মধ্য দিয়ে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে থাকা সদস্য পদের সমাপ্তি ঘটবে। মুলত আন্তর্জাতিক প্রাঙ্গণে নিজেদের ভূমিকা উন্নত করার উপায় পর্যালোচনা এবং নিজস্ব গ্যাস শিল্পের দিকে মনোযোগসহ দীর্ঘমেয়াদি কৌশল পরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে কাতার এ সিদ্ধান্ত নিয়েছে। ওপেকের ক্ষুদ্রতম তেল উৎপাদকদের মধ্যে একটি হলেও বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিকারক দেশগুলোর অন্যতম কাতার।