যুক্তরাজ্যের শ্রমিকদের মজুরি চলতি বছরের অক্টোবরে গত এক দশকে সর্বোচ্চ বেড়েছে। অন্যদিকে, ব্রেক্সিটকে সামনে রেখে দেশটিতে বেড়ে গেছে বেকারত্ব, যার ফলে ফাটল ধরেছে যুক্তরাজ্যের আগেকার শক্তিশালী শ্রমবাজারে। ২০১৮ সালে বোনাসসহ দেশটির সাপ্তাহিক গড় আয় ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা কিনা ২০০৮ সালের পর সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। অর্থনীতিবিদদের অনুমানকেও ছাড়িয়ে গেছে এটি। চলতি বছরের মে-জুলাইয়ে সব খাতে কর্মসংস্থানের পরিমাণ ৭৯ হাজার বেড়ে ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে, যা কিনা আগের বছরের চেয়ে ৩ লাখ ৯৬ হাজার বেশি। একই সঙ্গে যুক্তরাজ্যে একটি উল্টো ঘটনাও ঘটছে। শ্রমিকের মজুরি ও কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটিতে বেকারত্বও বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে বর্তমানে বেকারের সংখ্যা ২০ হাজার বেড়ে ১৩ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। দেশটির অভিজাত এলাকার হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। মজুরি বৃদ্ধির ফলে ব্যাংক অব ইংল্যান্ড চাপে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকটি জানিয়েছে, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে, যার ফলে মুদ্রাবাজারে ভারসাম্য রক্ষার জন্য সুদের হার বাড়ানোর প্রয়োজন হবে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, দেশটির বোনাস বাদে ও বোনাসসহ প্রকৃত মজুরি আগের বছরের তুলনায় যথাক্রমে ১ শতাংশ ও ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।