চীনের মোবাইল মার্কেটে স্যামসাংয়ের অবস্থা খুবই খারাপ হওয়া স্যামসাং কারখানা বন্ধ করতে যাছে! কেননা বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজারে স্থানীয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কিছুতেই পেরে উঠছে না দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি। তাই পিছু হটতে বাধ্য হচ্ছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা। যদিও চীনের তিয়ানজিনের কারখানায় ২ হাজার ৬০০ কর্মী কাজ করেন। সেখানে বছরে ৩ কোটি ৬০ লাখ ইউনিট ফোন উৎপাদন করা হয়। তথ্য অনুযায়ী, চীনের বাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে হুয়াওয়ে ব্র্যান্ড। সেখানে স্যামসাংয়ের বাজার ১ শতাংশের নিচে নেমে এসেছে।