মঙ্গলবার জাপানের পর্যটন সংস্থা জানায় যে, ২০১৮ সালে তিন কোটি বিদেশী পর্যটক ভ্রমণের রেকর্ড গড়েছে জাপান। ২০১৭ সালে জাপানে পর্যটকের আগমন হয়েছিল ২ কোটি ৮৬ লাখ ডলার। আগামী বছর পর্যটক সংখ্যা ৩ কোটি ১০ লাখ ডলারে দাঁড়াতে পারে। তবে চলতি বছরের গ্রীষ্মে ভূমিকম্প, মৌসুমি বৃষ্টিসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যটক আসার হার কিছুটা হ্রাস পেয়েছে।
২০২০ সালের মধ্যে চার কোটি পর্যটক আকর্ষণ করতে চাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। সে বছর অলিম্পিক ও প্যারা-অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে জাপান। লক্ষ্যমাত্রা পূরণে দেশটি ভিসা নীতিমালা শিথিল করছে, স্বল্পব্যয়ী উড়োজাহাজের জন্য বিমানবন্দর সম্প্রসারণ করছে এবং হোটেল স্বল্পতা এড়াতে বেসরকারি পর্যায়ের আবাসন সেবা প্রসারে কাজ করছে।