আগামী ২৮শে জানুয়ারী থেকে ১লা ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস-
মার্কিক যুক্তরাষ্টে ৩৫ দিন শার্টডাউন থাকার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ সপ্তাহের জন্য ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত শার্টডাউন বিরতি দিয়েছে, ফলে ফোরলোড শ্রমিকেরা বেতন পাবে, যা NFP এর জন্য খুবই ভাল খবর। যদিও শার্টডাউন প্রভাবে স্টক মার্কেট দুর্বল হওয়াতে অন্যান্য কারেন্সীর বিপরীতে ডলারও দুর্বল হয়েছে, এতে জিডিবি ফোরকাষ্টও কমেছে। এখন যদি NFP রির্পোট অনুসারে ২ লাখের বেশি লোক কর্মসংস্থান হয় তাহলে ডলার পজেটিভ হবে। এছাড়াও আগামী সপ্তাহে ফেডের মনিটরিং পলিসিসহ এই ৩৫ দিনের অপ্রকাশিত নিউজগুলো রিলিজ করা হবে। ফেডের মনিটরিং পলিসিতে তেতন পরিবর্তন না হলেও অন্য রিপোর্টগুলো নেগেটিভ হবার সম্ভাবনা বেশি হয়েছে। ফলে
Eur/usd পেয়ারটি 1.1330 থেকে 1.1300 জোন টেষ্ট করতে পারে।
Gbp/usd পেয়ারটি 1.3175 থেকে 1.3250 পর্যন্ত জোন টেষ্ট করতে পারে।
Usd/jpy পেয়ারটি 107 থেকে 105.00 পর্যন্ত জোন টেষ্ট করতে পারে।