কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভ জি, ইন্টারনেট অব থিংসের মত প্রযুক্তি ২০১৯ সালে বিশ্ব মাতাবে। সেই সঙ্গে বাড়বে ডিপ ফেক ভিডিও'র মত নেতিবাচক প্রযুক্তির প্রসারও। এমন সাতটি বিষয় উঠে এসেছে টেলিনরের গবেষণাতে ২০১৯ সালের প্রযুক্তি প্রবণতা হিসেবে। যার সাথে তাল মেলাতে প্রস্তুতি নিচ্ছে দেশীয় মোবাইল অপারেটর ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
ব্লক চেইন : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ব্লক চেইন তেমন কোনো বিপ্লব ঘটাতে পারেনি বিগত বছরগুলোয়। কিন্তু ধারণা করা হচ্ছে, নতুন বছরে একে হাজির করা হবে ভিন্ন রূপে। এর জন্য খোলা হতে পারে নতুন মার্কেট প্লেস, বাড়তে পারে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার।
এ-আই লেড অটোমেশন : যেসব প্রযুক্তিগুলো ২০১৯-এ জনপ্রিয়তার শীর্ষে জায়গা পেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে এ-আই লেড অটোমেশন। ধারণা করা হচ্ছে, ডাটা মাইনিং এবং ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস, ইনফরমেশন টেকনোলজি সার্ভিস, কাস্টমার সাপোর্টসহ বেশ কিছু সেক্টরে জনপ্রিয় হয়ে উঠবে এ-আই লেড অটোমেশন।
মেশিন লার্নিং : এ-আই এবং মেশিন লার্নিং প্রথম শুরু হয় আশির দশকে। কিন্তু এতদিনেও হার্ডওয়্যার থেকে আমরা যা আশা করি ঠিক তত পরিমাণ দ্রুত রেজাল্ট আমরা পাই না। কিন্তু এ বছর মেশিন লার্নিং থেকে প্রত্যাশা অনুযায়ী সফলতা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এন্টারপ্রাইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট : ২০১৯ সাল হতে পারে ‘গো পেপারলেস’ সেøাগানের বছর। ধারণা করা হচ্ছে, এ বছর পেপারলেস ডকুমেন্টের ব্যবহার বাড়বে এবং সেই সঙ্গে কমবে কাগজের ব্যবহার। ফলে নতুন নতুন ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্ভাবন হবে। এতে করে নতুন নতুন ব্যবসার দ্বার উন্মোচন হবে, ব্যবসায়িক রেভিনিউও বাড়বে।
কোয়ান্টাম কম্পিউটিং : ২০১৯ সাল হবে কোয়ান্টাম কম্পিউটিংয়ের বছর। কোয়ান্টাম কম্পিউটিং জনসাধারণের হাতের নাগালে চলে আশার সম্ভাবনা ব্যাপক বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ ক্লাউডেও কোয়ান্টাম কম্পিউটিংয়ের ব্যাপক উপস্থিতি দেখা যেতে পারে, ফলে খুব সহজেই তা মানুষের হাতের নাগালে চলে আসবে।
মেইনস্ট্রিমড আইওটি : এ বছর মেইন স্ট্রিমড আইওটির ব্যবহার আগের চেয়ে তুলনামূলকভাবে বাড়বে। আইওটির ধারণা, পৃথিবীতে শুরু হয়েছে আরও অনেক আগে কিন্তু এর ওপর নির্ভরশীলতা এ বছর চোখে পড়ার মতো হারে বাড়তে পারে।
ফাইভজি : এ বছরই বিশ্বের বিভিন্ন দেশে চালু হতে পারে ফাইভজি। আমেরিকার কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে ফাইভজি। ধারণা করা হচ্ছে, সেখানে ২০২০ সাল নাগাদ ফাইভজি চালু হতে পারে, তবে এ বছরই ফাইভজির সম্প্রসারণ কার্যকর হবে।
রিয়েলিস্টিক রোবট : এ বছর পরিবর্তন আসতে পারে রোবট নর্মানে, বাজারে দেখা যেতে পারে নানা ধরনের রোবট, যাদের মধ্যে থাকবে আচরণে ভিন্নতা, থাকতে পারে মানবিক অনুভূতিও। তবে তারা এতটাই বাস্তবিক হয়ে উঠতে পারে, যা দেখে যে কেউই মনে করতে পারে এরা নকল নয়।