আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা প্রায় সকলে নিজের দৃষ্টিকোণ থেকে খুব ভাল বুঝি বলে ধারানা থাকে কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই ধারনার প্রমান নাই। কারণ, আমরা ফরেক্স করে বেশিরভাগ ট্রেডারেই লস করে থাকি। ফরেক্স এর অনেক ধরনের নিয়ম-কানুন আছে যা মেনে চললে লস ঠেকানো সম্ভব কিন্তু এটিও সবাই বুঝি কিন্তু মেনে চলতে পারিনা। অনেকেই আছেন যাদের লিভারেজ ১:৫০ থেকেও বেশি। এই ধরনের লিভারেজ ব্যবহার করে যদি নিয়ম মেনে চলতে চেষ্টা করেন তবে লস মেনে নিতেই হবে। আরও কম লিভারেজ নিয়ে ট্রেড করাটাই টিকে থাকতে পারার আর একটি ভিন্ন পরীক্ষা। অনেকেই আছেন যারা ফোরাম পোষ্ট ভাল করে পড়তে চায়না এবং একটু দেখেই হুটহাট করে পোষ্ট দিয়ে থাকেন । ফোরামকে শুধু বোনাস হিসাবে ব্যবহার না করে একে মনের গভীর থেকে সম্মান করতে চেষ্টা করলে আমরাও এই ফোরাম থেকে একটি সম্মান পাব। যেমন, কথায় আছে যে, যেখানে দেখিবে ছাই,উড়াইয়া দেখিবে তাই। পোষ্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।