mt4 বা mt5 প্ল্যাটফর্ম ছাড়া ট্রেড করা যায়?

ফরেক্সের ট্রেডিং করার জন্য আমরা সবাই mt4 বা mt5 ব্যবহার করে ট্রেড করে থাকি। তবে অনেক সময় mt4 বা mt5 ডিভাইস এর সমস্যা বা ভাইরাস বা অন্যান্য কারনে mt4 বা mt5 ওপেন করতে সমস্যা হয়। তখন অনেকে ওপেন ট্রেড ক্লোজ করা বা নতুন ট্রেড করতে পারে না। ফলে লস বা আয় থেকে বঞ্ছিত হয়।

ফরেক্সে ট্রেডিং এ mt4 বা mt5 ছাড়াও ট্রেড করা যায়। অনেক ব্রোকার ওয়েব-প্লাটফর্ম সুবিধা বা ওয়েব সাইডে লগইন বা মোবাইল প্লাটফর্ম দিয়ে থাকে। যার মাধ্যমে আমরা mt4 বা mt5 ইন্সটাল করা ছাড়া ট্রেড করতে পারি। এখানে বেশিরভাগ ট্রেডার ইন্সটাফরেক্সের তাই আমি ইন্সটাফরেক্সের কথা বলছি। ইন্সটাফরেক্সের mt4 বা mt5 ছারাও আরে কয়েক ধারনের প্লাটফর্ম রয়েছে যার যায়। এগুলো হল
১। ওয়েব ট্রেডার- প্লাটফর্ম,
২। ক্লাইন্ট ক্যাবিনেট-
৩। ইন্সটাফরেক্সের মোবাইল আপস


আমি বাসার বাহিরে থাকলে ওয়েব ট্রেডার প্লাটফর্ম ব্যবহার করে থাকি।