২৯ মার্চ ব্রেক্সিট কার্যকরের আগে একটি চুক্তিতে উপনীত হতে পার্লামেন্ট সদস্যদের সম্মতি দরকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ব্রিটিশ আইনপ্রণেতারা এর আগে ইইউর সঙ্গে মের চুক্তিতে অনুমোদন দেননি। ব্রিটেনের পার্লামেন্টে ২৩০ ভোটের বিশাল ব্যবধানে প্রধানমন্ত্রী টেরিজা মে'র ব্রেক্সিট চুক্তি নাকচ হয়ে যাওয়ার পর এখন কি যুক্তরাজ্য ব্যাকস্টপের ফাঁদে আটকে পরবে? যদিও ব্রেক্সিট বিষয়ক চুক্তির আইনি বাধ্যবাধকতার পরিবর্তনে ইউরোপীয় নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে ফের ব্রাসেলস যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের। চুক্তি নিয়ে নতুন আলোচনা শুরুর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তার দেশ আয়ারল্যান্ড সীমান্তের ‘ব্যাকস্টপের ফাঁদে’ আটকে থাকবে না। ইউরোপের সঙ্গে বিচ্ছেদের পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে যে চুক্তিই হোক না কেন, তাতে যেন আয়ারল্যান্ড সীমান্তে তল্লাশির বিষয়টি এড়ানো যায়, তা অর্জনই মে’র এবারের সফরের লক্ষ্য।

[IMG]https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2018/12/10/pro-anti-brexit-protest-01.jpg/ALTERNATES/w640/pro-anti-brexit-protest-01.jpg[/IMG]