ব্রেক্সিটসংশ্লিষ ট অনিশ্চয়তার কারণে যুক্তরাজ্যের কারখানাগুলোর উৎপাদন গত ছয় বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে চলে এসেছে। এদিকে দেশটির ভোক্তাঋণও পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে চলে এসেছে। ইনফরমেশন হ্যান্ডলিং সার্ভিসেস বা আইএইচএস মার্কিট ও দ্য চার্টার্ড ইনস্টিটিউড অব প্রোকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের (সিআইপিএস) মাসিক প্রতিবেদনে দেখা গেছে, গত মাসে যুক্তরাজ্যের কারখানাগুলোর উৎপাদন ২০১৩ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মজুদভাণ্ডার শক্তিশালী হওয়ার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন ক্রয়াদেশ না দেয়ায় বা ক্রয়াদেশ হ্রাস করায় এমনটি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে আইএইচএস মার্কিট ও সিআইপিএসের প্রতিবেদনে।