প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে শেয়ারের কাট অফ প্রাইস (প্রান্তসীমা) নির্ধারণের যথার্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে শেয়ারদর নির্ধারণের বিষয়টিকে বিতর্কের বাইরে রাখতে ইলিজিবল ইনভেস্টরদের (ইআই) তাদের প্রস্তাবিত দরেই শেয়ার কেনার বিষয়টি নিশ্চিত করতে চায় কমিশন। বর্তমানে পরীক্ষামূলকভাবে ছোট মূলধনি কোম্পানির প্লাটফর্মে তালিকাভুক্তির ক্ষেত্রে এ নিয়ম চালু করা হয়েছে। পরবর্তী সময়ে মূল বাজারের ক্ষেত্রেও এটি চালু করা হবে।