স্পেনে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ঘোষনা দেয় পিছনে পাঁচটি ক্যামেরাসহ স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। ক্যামেরার বিবেচনায় এটিকেই বলা হচ্ছে ২০১৯ সালের সেরা ক্যামেরা স্মার্টফোন। ফোনটি উন্মোচন করেছে নকিয়া। আর সাশ্রয়ী মূল্যের ফাইভ জি স্মার্টফোন আনছে চীনা প্রতিষ্ঠান শাওমি। মাল্টি ক্যামেরা স্মার্টফোনের মতোই নকিয়া পিওরভিউ ৯-এর প্রতিটি ক্যামেরা ১২ মেগাপিক্সেল সেন্সর এবং এফ/১.৮ অ্যাপারচারের লেন্স। পাঁচটি ক্যামেরার মধ্যে দুটি দিয়ে রঙিন ছবি তোলা যাবে। বাকি সব মনোক্রোম। শাটার চাপালে একসঙ্গে ভিন্ন ভিন্ন উজ্জ্বলতায় ছবি তোলে পাঁচটি ক্যামেরা। পরে সেগুলোকে একটি ছবিতে একত্র করা হয়। নকিয়ার দাবি, ছবির মান আরও ভালো করতে দৃশ্যের ওপর ভিত্তি করে প্রতিটি ক্যামেরা নিজে থেকেই একের অধিক ছবি ধারণ করতে পারে। ফোনটির দাম শুরু হবে ৬'শ ৭৯ ডলার থেকে।