ডেভেলপারদের নিয়ে বার্ষিক সম্মেলন এফ৮-এ ফেইসবুক প্রধান প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুককে নতুন করে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। ফলে বদলে যাচ্ছে সাইটটির নকশা। বাহ্যিক পরিবর্তনই নয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় জোর দেয়া হবে সামনের দিনে। যেটিকে জাকারবার্গ বলছেন, ব্যক্তিগত গোপনীয়তাই ভবিষ্যৎ। তিনি বলেছেন, “ফেইসবুকে ২০ কোটি ব্যবহারকারী তাদেরকে সিঙ্গেল হিসেবে তালিকাভূক্ত করেছেন। তাই এখানটায় কিছু করার আছে।”
এই ফিচার অনুসারে ব্যবহারকারীদেরকে এই সাইটতে ইতোমধ্যে যুক্ত নয় এমন মানুষদের সঙ্গে ম্যাচ করাবে। ব্যবহারকারীর প্রোফাইল এই ফিচার ইতোমধ্যে ফেইসবুক সাইটে যুক্ত নন এমন মানুষদেরর ব্যবহারকারীদের ম্যাচিং করাবে। ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে দেখানো একটি হার্ট আইকনে ক্লিক করার মাধ্যমে ‘ডেইটিং হোম’-এ প্রবেশ করতে পারবেন। সেখানে তারা একটি ডেটিং প্রোফাইল বানাতে পারবেন, এই প্রোফাইল তার ফেইসবুক বন্ধুরা দেখতে পারবেন না। ব্যবহারকারী তার আশপাশের ইভেন্ট আর তার পছন্দের গ্রুপগুলো ব্রাউজ করলে, ওই একই ইভেন্ট বা গ্রুপে থাকা অন্যদের সঙ্গে ব্যবহারকারীর প্রোফাইল শেয়ার করা হবে। কারা ব্যবহারকারীর প্রোফাইল ব্রাউজ করছেন তাও দেখতে পারবেন তিনি। কারও প্রতি আগ্রহ জন্মালে ব্যবহারকারীরা তার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতা শুরু করতে পারবেন।
“নিরাপত্তা খাতিরে” এই আলাপচারিতা শুধুই টেক্সট-এ হবে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। ডেটিং চ্যাট ফেইসবুকের মেসেজিং ও হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে আলাদা রাখা হবে।
এফ৮-এ নিজের বক্তব্যে ফেইসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, “মানুষ আসলে যেভাবে ডেট করে এটি তারই প্রতিফলন, তারা যুক্ত এমন বিভিন্ন অনুষ্ঠান আর প্রতিষ্ঠানে যা হওয়ার প্রচলন রয়েছে।”