চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির উদ্বেগে এশিয়ার শেয়ারবাজারে পতন

ক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রকাশের সময় দ্রুতই ঘনিয়ে আসছে। কিন্তু এ চুক্তি বৈশ্বিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন আশঙ্কায় ওয়াল স্ট্রিটের পর গতকাল এশিয়ার শেয়ারবাজারেও পতন ঘটেছে। একই সঙ্গে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা নিরাপদ সরকারি বন্ডগুলোয় বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে। খবর রয়টার্স।

চীনের উপপ্রধানমন্ত্রী লিয়ু হির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য আলোচনার জন্য আজ ও আগামীকাল ওয়াশিংটন সফর করবে বলে মঙ্গলবার বেইজিং নিশ্চিত করেছে। এ সফরের মধ্য দিয়ে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কথা বলেন। সোমবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজার শুল্ক বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

জাপানের নিক্কেই-২২৫ সূচক টানা দ্বিতীয় দিনের মতো নিচে নেমে যায়। সকালের লেনদেনে সূচকটিতে ১ দশমিক ৫ শতাংশের বেশি পতন দেখা গেছে। একই সময় হংকংয়ের হ্যাং সেং ও সাংহাই কম্পোজিট উভয়ই প্রায় ১ শতাংশ পতন দিয়ে লেনদেন শুরু করে। তবে এর আগের দিন সূচক দুটি সামান্য ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শেষ করে। এছাড়া অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে দশমিক ৪ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে দশমিক ৩ শতাংশ পতন দেখা গেছে।

বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময় কোম্পানি ওয়ান্ডার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জেফরি হ্যালি বলেন, যেহেতু বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হয়েছে, সেহেতু ট্রাম্পের হুমকি এড়াতে এ মুহূর্তে আমাদের দ্রুত ও প্রকৃত অগ্রগতি প্রয়োজন। তা না হলে এশিয়ার আঞ্চলিক বাজারগুলোর উদ্বেগ কমার কোনো সম্ভাবনা নেই।