প্রথম দিনেই উবারের শেয়ার দর পতন

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম দিনই উবার টেকনোলজিস ইনকরপোরেশনের শেয়ারদরে ৭ দশমিক ৬০ শতাংশ পতন হয়েছে। বিনিয়োগকারীদের আকর্ষণ করতে না পারার কারণেই মূলত এ পতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্স।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সময় উবারের আইপিওর মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৫ ডলার। কিন্তু গতকাল লেনদেনের প্রথম দিন শেষে শেয়ারদর কমে ৪১ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবারে শেয়ারপ্রতি ৪৫ ডলার মূল্যে ১৮ কোটি শেয়ার বিক্রি করেছে উবার। এর মাধ্যমে ৮১০ কোটি ডলার সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার অনেকটা অনিশ্চিত অবস্থার মধ্য দিয়েই রাইড শেয়ারিং কোম্পানি উবারের শেয়ার লেনদেন শুরু হয়। ৪২ ডলার নিয়ে শেয়ারবাজারে যাত্রা শুরু হলেও দিনের শুরুতেই শেয়ারের দাম কমে দাঁড়ায় ৪১ দশমিক শূন্য ৬ ডলারে, দিন শেষে তা কিছুটা বেড়ে ৪১ দশমিক ৫১ ডলারে দাঁড়ায়।