অ্যাপল, গুগল, মাইক্রোসফট এবং প্যান্ডোরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিশ্বখ্যাত ব্রডওয়ে কম্পোজার হ্যারল্ড আরলেন তাঁর সৃষ্টি করা প্রায় ৬,০০০ এরও বেশি রেকর্ডিং অবৈধভাবে বিক্রি করেছে অ্যাপেল ও অন্য সংস্থাগুলি। তাই কোন অনুমোদন ছাড়াই সঙ্গীত বিক্রির প্রতারণা মামলা দায়ের করেছেন দ্য উইজার্ড অব ওজ সিনেমার সঙ্গীত পরিচালক আর্লেনের ছেলে। সিনেমাটির জনপ্রিয় গান ‘ওভার দ্য রেইনবো’সহ প্রায় ছয় হাজার গান স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অনুমোদন ছাড়া অবৈধভাবে বিক্রি করছে বলে অভিযোগে জানানো হয়। আর্লেন হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিথ সেঞ্চুরি এবং ব্রডওয়ের জন্য অনেক জনপ্রিয় সংগীত তৈরি করেন। ১৯৩৯ সালে আরেক গীতিকার ই ওয়াই হার্বার্গের সঙ্গে ‘ওভার দ্য রেইনবো’র জন্য অস্কার পান। অনলাইন ষ্টোরগুলো অবৈধ ভাবে আর্লেন সহ অন্যান্য সঙ্গীতশিল্পীদের অ্যালবাম চুরি করে বক্রি করে আসছে। ১৪৮ পৃষ্ঠার এই মামলাপত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক পরিবেশকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।