ইন্ডিকেটর হল নির্দেশক যা ট্রেডারদের বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। যেমনঃ মাকের্ট এখন উপরে উঠছে আর কতখন উপরে উঠতে পারে বা নিচে নামছে আর কতখন নিচে নামবে ইত্যাদি প্রশ্নের উত্তর বিভিন্ন ইন্ডিকেটর এর মাধ্যমে পাওয়া যায়। যা একজন ট্রেডারকে প্রফিট করতে সাহায্য করে। যদিও ইন্ডিকেটর সবসময় যে ঠিক দিক নিদেশনা দেয়না কিছু কিছু সময় মার্কেটে নিউজ এর প্রভাব পড়তে পারে এবং ইন্ডিকেটর থেকে পাওয়া ধারনা ভুলও হতে পারে।