boishakhi_1520858442.jpg
সিলেটের গোয়াইনঘাট আসলে জাফলং, রাতারগুল ও বিছনাকান্দি তিনটি আর্কষনীয় জায়গা ভ্রমন করা যায়। সড়ক পথে ঢাকা হতে গোয়াইনঘাটের দূরত্ব ৩১৫ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার। যদিও সিলেট সদর হতে মাত্র ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই জায়গাটি এবং এর পর থেকেই ভারতের মেঘালয় রাজ্য শুরু হয়েছে। এখানে আসলে হলে প্রথমে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমে সিলেট আসা যায়। বাস, ট্রেন কিংবা আকাশপথে যে কোন উপায়েই সিলেট আসতে পারবেন। তবে ঢাকা থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। সিলেটে থেকে প্রায় সকল প্রকার যানবাহনেই করে জাফলং যাওয়া যায়। লোকাল বাসে যেতে শহরের শিবগঞ্জে যেতে হবে। সিএনজি বা অটোরিকশায় জাফলং যাওয়া যাবে তবে খরচ তুলনামূলক বেশি পড়বে। সারাদিনের জন্য মাইক্রোবাস রিজার্ভ নেওয়া যায়। সিলেট নগরীর যেকোন অটোরিকশা বা সিএনজি স্ট্যান্ড থেকেই জাফলং যাতে পারবেন। দলগত ভাবে গেলে মাইক্রোবাস রিজার্ভ করে গেলেই ভালো, তাহলে আশেপাশের অন্যান্য যায়গা নেমে ঘুরে দেখা যাবে। ঠিক করার আগে ভাল মত দরদাম ও কি কি দেখতে চান তা ভালো করে কথা বলে নিতে হবে।
jaflong1.jpg