ফরেক্স মার্কেট এ আমরা অনেকেই ea ট্রেড করে থাকি । ea ট্রেড মানে হল expert advisor বা রোবট ট্রেডিং যার দ্বারা আপনাকে কোন সময় দিতে হবে না ফরেক্স মার্কেট এ অথবা কম্পিউটার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে না । শুধু মাত্র আপনার ট্রেডিং টার্মিনালে রোবটটিকে এড করে নিতে হবে তারপর থেকে সেই রোবট অটো ট্রেড নিতে থাকবে আপনার একাউন্ট এ তার কোডিং অনুসারে সে স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে সে ট্রেড ওপেন ও ক্লোজ করে থাকবে । সকল রোবট ব্যাবহারের পূর্বে ডেমো একাউন্ট এ পারফরমেন্স চেক করে নিনোঃেতে করে আপনার লস হ্রাস পাবে ।