চুক্তিহীন ব্রেক্সিটের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের প্রস্তুত থাকার আহ্বান

অক্টোবরের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রধানমন্ত্রী টেরিসা মের উত্তরসূরির নেতৃত্বে চুক্তিহীন ব্রেক্সিটের জন্য ব্রিটেনের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। দি ইনস্টিটিউট অব ডিরেক্টরস (আইওডি) নামে যুক্তরাজ্যের নিয়োগদাতাদের একটি সংগঠন তাদের সদস্যদের এ আহ্বান জানিয়েছে। ব্রেক্সিট কার্যকরে সাত মাসের সময় পাওয়া সত্ত্বেও সেখান থেকে সুবিধা নিতে ব্যর্থ হওয়ায় ব্রিটিশ রাজনীতিবিদদের ওপর ভরসা করার ব্যাপারে সতর্ক থাকার কথা বলছে সংগঠনটি। খবর গার্ডিয়ান।

আওডি তাদের উপাত্তে দেখায়, অর্ধেকেরও কম ব্যবসায় প্রতিষ্ঠানের ব্রেক্সিট পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে চুক্তিহীন ব্রেক্সিটের জন্য যথোপযুক্ত প্রস্তুতি নেয়া জরুরি বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

টোরি দলের প্রধানমন্ত্রী প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা বরিস জনসনও যেখানে চুক্তিহীন ব্রেক্সিটের ইঙ্গিত দিচ্ছেন, সেখানে আইওডির জরিপে দেখা গেছে, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপত্কালীন পরিকল্পনার ব্যাপারে প্রস্তুত কোম্পানির সংখ্যা ১৮ থেকে বেড়ে মাত্র ২৩ শতাংশে দাঁড়িয়েছে। অতিরিক্ত সময়ের মধ্যে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে মাত্র ৪ শতাংশ কোম্পানি। প্রায় এক হাজার ব্রিটিশ কোম্পানির ওপর পরিচালিত জরিপের মাধ্যমে এ উপাত্ত প্রকাশ করেছে আইওডি।

আইওডির ভারপ্রাপ্ত মহাপরিচালক এডুইন মরগান বলেন, এ সপ্তাহের ভোটই ব্রেক্সিট কাহিনীর ইতি ঘটছে না, বরং এটা আরো স্পষ্ট করে তুলছে চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা আরো বেড়েছে। অক্টোবরে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে আসা নিশ্চিতে কনজারভেটিভ নেতৃত্বের প্রতিশ্রুতির ওপর পুরোপুরি আস্থা রাখতে পারে না ব্যবসায় প্রতিষ্ঠানগুলো। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, অতিরিক্ত সময় অপচয় হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে।

আইওডি বলছে, ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর (এসএমই) বারবার আবেদন সত্ত্বেও তারা প্রস্তুতি নিতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নগণ্য আর্থিক সহায়তা পাবে।

মরগান বলছে, একটি চুক্তির মাধ্যমে ব্রেক্সিট সম্পন্ন হলে ‘তা অনেক গুণে’ ভালো হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার শর্ত মেনে চীন ও যুক্তরাষ্ট্র যেভাবে ইইউর সঙ্গে বাণিজ্য করছে, সেভাবে বাণিজ্য করলে অনিশ্চয়তা আরো বাড়বে।

তিনি আরো বলেন, ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যদি রাজনীতিবিদদের ওপর আস্থা না রাখতে পারে, তাহলে তাদের নিজেদের পথ নিজেদেরই করে নিতে হবে। বিভিন্ন দিক থেকে ব্যবসায় ব্যয় বৃদ্ধি পাওয়া, ব্যবস্থাপনায় মূল্যবান সময় চলে যাওয়ায় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আসলে এমন কিছুর জন্য অর্থ ব্যয়ে প্রস্তুত নয়, যা আশা করেনি। কিন্তু চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা একেবারে বাস্তবতর। তাই আমরা সব ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য এখনই প্রস্তুতি নেয়া শুরু করে।

গত বৃহস্পতিবার টেসকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভ লুইস বলেন, চুক্তিহীন ব্রেক্সিটের জন্য মার্চে যে রকম প্রস্তুতি নেয়া সম্ভব ছিল, অক্টোবরে তেমন সম্ভব নয় সুপারমার্কেটগুলো জন্য। কারণ ওই সময় হ্যালোইন ও ক্রিসমাসের জন্য পণ্য মজুদ করতে থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে তাত্ক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়া কঠিন ঠেকবে।

নিউজ বনিকবার্তা