ব্রেক্সিট চুক্তি নিয়ে জটিলতায় এবার বিপুলসংখ্যক কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপুল সংখ্যক মানুষ। আইরিশ অর্থমন্ত্রী প্যাসকেল ডোনোহিউ জানান, চুক্তিহীন ব্রেক্সিটের কারণে ৫০ হাজার কর্মসংস্থান হারাতে পারে আয়ারল্যান্ড। একই সঙ্গে এর প্রভাবে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিও মন্থর হয়ে পড়বে। খবর বিবিসি।

আয়ারল্যান্ডের গ্রীষ্মকালীন অর্থনৈতিক বিবরণের রূপরেখা তুলে ধরার সময় ব্রেক্সিট চুক্তি নিয়ে এ মন্তব্য করেন ডোনাহিউ। তিনি বলেন, যদি যুক্তরাজ্য ইইউর সঙ্গে বতর্মান সম্পর্কই অব্যাহত রাখে, তবে আরেকটি বাজেট উদ্বৃত্তসহ আয়ারল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

কিন্তু ব্রিটেন যদি কোনো চুক্তি ছাড়াই জোট ত্যাগ করে, তবে আয়ারল্যান্ড বাজেট ঘাটতিতে পড়বে। ডোনাহিউ জানান, তিনি এবং আইরিশ প্রধানমন্ত্রী (তিশাখ) লিও ভ্যারাডকার সেপ্টেম্বরে পার্লামেন্টের (দোইল) গ্রীষ্মকালীন অধিবেশন শেষে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন।