ডেমো ট্রেড করার আগে প্রস্তুতি দরকার। ফরেক্সের বেসিক জানতে হবে এবং যে সফটওয়্যার এর সাহায্যে ফরেক্স ট্রেডিং পরিচালিত হয় সেই সফটওয়্যার সম্পর্কে ভালভাবে খুটিনাটিগুলো জানা। তাহলে ট্রেড করার সময় কোন ঝামেলায় পড়বেন না। ডেমো একাউন্ট ও রিয়েল একাউন্টের মধ্যে কোন পার্থক্য নেই। একই সফটওয়্যার একই প্লাটফ্রমে ট্রেড ওপেন ও ক্লোজ হয়। কারেন্সি পেয়ার এর উঠা-নামা, লাভ লস সবই একই। কাজেই আমার মতে ডেমো একাউন্ট দ্বারা সব কাজ শিখা যাবে।