ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও তথ্যের নিরাপত্তা দিতে না পারায় যুক্তরাষ্ট্রে ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এ-সংক্রান্ত তদন্ত নিষ্পত্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) জরিমানার এ অংক অনুমোদন করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

গত বছর ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য কেলেঙ্কারি প্রকাশ হয়ে যাওয়ার পরই তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক। অভিযোগ ওঠে, ফেসবুকের ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। ওই ঘটনার পর ফেসবুকের ব্যবহারকারীর তথ্য ব্যবস্থাপনা নিয়ে তদন্ত শুরু করে এফটিসি। একই সঙ্গে ফেসবুক ২০১১ সালে সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি ভঙ্গ করেছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকের গোপনীয়তা ইস্যুর বিষয়টি এফটিসিতে ৩২ ভোটে অনুমোদন পেয়েছে। এফটিসি জরিমানা অনুমোদন করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে মার্কিন বিচার বিভাগের সিভিল ডিভিশন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কত সময় লাগবে তা স্পষ্ট নয়।

শেষ পর্যন্ত গোপনীয়তা ইস্যুতে ফেসবুকের বিরুদ্ধে ৫০০ কোটি ডলার জরিমানা বহাল থাকলে এটাই হবে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে এফটিসির সর্বোচ্চ জরিমানা। এর আগে গত বছর অক্টোবরে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করেছিল। তবে তথ্য অব্যবস্থাপনা নিয়ে যুক্তরাষ্ট্রে জরিমানার পরিমাণ ৫০০ কোটি ডলার হতে পারে বলে আগেই অনুমান করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

ক্যামব্রিজ অ্যানালিটিকা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার জন্য বেশি পরিচিত। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে এর ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। তবে প্রতিষ্ঠানটির দাবি, ফেসবুক থেকে সংগৃহীত কোনো তথ্য ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তারা ব্যবহার করেনি।

নিউজ বনিকবার্তা