চলতি বছরে সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ শতাংশে দাঁড়াতে পারে বলে সংশোধিত পূর্বাভাস করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার কারণে বাহ্যিক চাহিদা হ্রাস পাওয়ায় দেশটির প্রবৃদ্ধি কমবে বলে জানিয়েছে আইএমএফ। খবর ব্লুমবার্গ।

চলতি বছরে দেশটির প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে মে মাসে পূর্বাভাস করেছিল আইএমএফ। ২০১৮ সালে দেশটির প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ২ শতাংশ।

শক্তিশালী নিয়ন্ত্রক ও তত্ত্বাবধান ব্যবস্থা থাকায় দেশটির আর্থিক ব্যবস্থা স্থিতিশীল বলে মন্তব্য করেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের ডলারের তারল্য প্রবাহ দুর্বল হয়ে পড়ায় সিঙ্গাপুরের ব্যাংকগুলোকে বিদেশী তারল্যের ওপর জোর দিতে বলেছে আইএমএফ। সংস্থাটি দেশটিকে মাইক্রোপ্রুডেন্স য়াল বা সামষ্টিক বিবেচনাপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম এবং আবাসন বাজারের দিকে মনোযোগ বাড়াতে বলেছে।

আইএমএফের সুপারিশ দেশটি বিবেচনা করছে বলে জানিয়েছে মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর।



নিউজ বনিকবার্তা