আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ক্রিস্টিন লাগার্দে। গত মঙ্গলবার লাগার্দে জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর তিনি আইএমএফ থেকে পদত্যাগ করবেন। কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট পদে নিজ মনোনয়ন নিয়ে চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন তিনি। আইএমএফ এক্সিকিউটিভ বোর্ড তার পদত্যাগ গ্রহণ করেছে।

লাগার্দে বলেন, ইসিবির প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে পরিষ্কার হওয়ার পর এবং আইএমএফের সর্বোচ্চ স্বার্থের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আমার উত্তরসূরি খোঁজার বিষয়ে যথেষ্ট সময় পাবে সংস্থাটি।

২০১১ সাল থেকে আইএমএফ প্রধানের দায়িত্ব পালন করে আসছেন লাগার্দে। তার পদত্যাগের ঘোষণার পর কে উত্তরসূরি হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ইসিবির প্রেসিডেন্ট পদে ক্রিস্টিন লাগার্দেকে মনোনয়ন দিয়েছে ইউরোপিয়ান কাউন্সিল। মনোনয়ন চূড়ান্ত হলে মারিও দ্রাঘির স্থলাভিষিক্ত হবেন লাগার্দে। টানা আট বছরের দায়িত্ব পালন শেষে আগামী নভেম্বরে পদত্যাগ করবেন দ্রাঘি।

নিউজ বনিকবার্তা