কট্টর বেক্সিটপন্থী হিসেবে পরিচিত বরিস জনসন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন।থেরেসা মের মন্ত্রীসভায় পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বেক্সিট চুক্তির বিরুদ্ধে(সফট বেক্সিট) এর ক্ষেত্রে পদত্যাগ করেন।
কোনো চুক্তি ছাড়াই(হার্ড বেক্সিট)এর দিকে এক রকম নিশ্চিত অগ্রসর হচ্ছে যুক্তরাজ্য।
যদি হার্ড বেক্সিট কার্যকর হই তাহলে আবার বড় পতন ঘটতে যাচ্ছে পাউন্ডের।এইজন্য অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।