ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে এখন জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপ এ যাবে কিংবা ডাউন এ যাবে, আন্দাজ বা ধারণা করেও তো আর ট্রেড করা যাবে না । তাই যদি হত তাহলে শেখারি বা কি দরকার । অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভালো ইফেক্টিভে বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয় । আর ফরেক্স মার্কেটে আপনি যত ভালো ট্রেড বিশ্লেষক হতে পারবেন ততই ভালো প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না । আপনার প্রত্যেকটি অর্ডার এর পেছনে একটি ভালো গবেষণা থাকতে হবে । তখনি আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন । ফরেক্স মার্কেটে মূলত এনালাইসিস এর জন্য অনেক পধতি আছে । এই পধতি গুলো নিচে আলোচনা করবো ।
ফরেক্স এ দুই ধরনের এনালাইসিস এর মাধ্যমে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন ।
১.ফান্ডামেন্টাল এনালাইসিস
২.টেকনিক্যাল এনালাইসিস