আমার জানা মতে ইন্সটাফরেক্স দুই ধারনের আইবি অফার করে থাকে। একটি হল আইবি (ইন্ট্রোডিউসিং ব্রোকার) আরেকটি হল সাব আইবি (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার)। আইবি নিতে কোন অফিস থাকা লাগে। তবে সাব (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার) নিতে কোন প্রকাশ অফিস প্রয়োজন হয় না। সাব আইবি অনেকটা রেফারেল এর মত আপনি যত ক্লাইন্টকে রেফার করবেন এবং তারা যদি ডিপোজিট করে ট্রেড করে তাহলে প্রতি ট্রেড থেকে সাব-আইবি কিছু পিপ্স কমিশন পেয়ে থাকে। আর এই পিপ্স এর পরিমাণ ১.৫ থেকে ৫.৩ হয়ে থাকে। আরেকটি বিষয় এই কমিশন কিন্তু দেয় ব্রোকার। এখানে ক্লাইন্টদের কাছ থেকে অতিরিক্ত কোন কিছু কাটা হয় না। ব্রোকার তার নিজের স্প্রেড থেকে এই কমিশন দিয়ে থাকে।

আর ইন্সটাফরেক্সে বাংলাদেশে কিছু পার্টনার ম্যানেজার রয়েছে যারা আইবি বা সাব আইবি নিতে চাইলে সহযোগিতা করে থাকে।