পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রবৃদ্ধি শ্লথ ছিল। কর্মসংস্থানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশটির শ্রম বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আরটিটি।

দেশটির অকৃষি খাতের কর্মসংস্থান জুনে বেড়েছিল ১ লাখ ৯৩ হাজার। যেখানে জুলাইয়ে বেড়েছে ১ লাখ ৬৪ হাজার। জুলাইয়ে অকৃষি খাতে উল্লিখিত সংখ্যক কর্মসংস্থান হতে পারে বলে পূর্বাভাস করা হয়েছিল। তবে জুনে দেশটিতে অকৃষি খাতে ২ লাখ ২৪ হাজার কর্মসংস্থান হতে পারে বলে পূর্বাভাস করা হলেও ওই মাসে কর্মসংস্থান হয়েছিল মাত্র ১ লাখ ৯৩ হাজার।

দেশটির প্রোফেশনাল, প্রযুক্তি সেবা, স্বাস্থ্য, সামাজিক সহায়তা ও আর্থিক খাতে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় গত মাসে পূর্বাভাস মিলে গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে জুনে বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৭ শতাংশ। জুলাইয়েও একই হার ছিল বলে জানিয়েছে শ্রম বিভাগের প্রতিবেদন। জুলাইয়ের পূর্বাভাসে বেকারত্বের হার এটাই থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।

বেকারত্ব হার অপেক্ষাকৃত কম থাকায় জুনে দেশটির কর্মীদের আয় প্রতি ঘণ্টায় দশমিক শূন্য ৮ ডলার বেড়ে ২৭ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রকৃত খানা নিষ্পত্তিযোগ্য আয় বাড়ায় ১ দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতি ভোক্তাদের তেমন একটা ক্ষতিগ্রস্ত করতে পারেনি বলে জানিয়েছেন আইএনজির প্রধান আন্তর্জাতিক অর্থনীতিবিদ জেমস নাইটলি।

কর্মসংস্থান বাজার শক্তিশালী থাকায় ক্রমে জোরদার হওয়া চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ নিকট ভবিষ্যতে দেশটির অর্থনৈতিক কার্যক্রমকে সহসা ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছেন নাইটলি। তিনি বলেন, যেহেতু আমাদের বেকারত্বের হার নিম্ন পর্যায়ে আছে এবং কর্মীদের প্রতিযোগিতামূলক মানসিকতা বজায় রয়েছে, তাই আপাতত আমরা নিরাপদ রয়েছি। এ অবস্থার কারণে নিজেদের কর্মীদের মনোভাবও চাঙ্গা রয়েছে এবং তাদের মধ্যে চাকরি নিয়ে এতটা উদ্বেগ নেই বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

তবে বাণিজ্যযুদ্ধ ও বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হ্রাস পাওয়া নিয়ে ফেডারেল রিজার্ভ উদ্বিগ্ন। এ অনিশ্চয়তার কারণে গত সপ্তাহে ফেড সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানোর পরও সেপ্টেম্বরে আবার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসলে আগামীতে চীন-মার্কিন বাণিজ্য আলোচনা কোন পর্যায়ে যায়, তার ওপর সবকিছু নির্ভর করছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

নিউজ বনিকবার্তা