বিশ্ববাজারকে অবাক করে দিয়ে গতকাল বড় মাত্রায় সুদহার কমিয়েছে নিউজিল্যান্ড। ১ শতাংশ সুদহার হ্রাসে বেশ চাপের মুখে পড়েছে নিউজিল্যান্ড ডলার। খবর ব্লুমবার্গ।

শ্লথগতির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংকের (আরবিএনজেড) গভর্নর আড্রিয়ান অর এবং তার পলিসি কমিটি অফিশিয়াল সুদহার রেকর্ড ১ শতাংশ কমিয়ে এনেছে। চীন ও যুক্তরাষ্ট্রের তিক্ততর বাণিজ্যযুদ্ধে বৈশ্বিক বাণিজ্যে কালো ছায়া নেমে আসায় অপ্রথাগত সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হতে পারে নিউজিল্যান্ড। কেন্দ্রীয় ব্যাংক সুদহার আরো কমাতে পারে বলেও ইঙ্গিত দেন অর।

ওয়েলিংটনে এক সংবাদ বিবৃতিতে অর বলেন, আমাদের হয়তো সুদহার আরো কমাতে হবে, এমন সম্ভাবনাই দেখা যাচ্ছে। আজ সুদহার ৫০ বেসিস পয়েন্ট হ্রাস করার মাধ্যমে হয়তো ভবিষ্যতে এ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা কিছুটা হ্রাস পেতে পারে।

কোনো অপ্রথাগত নীতি গ্রহণ না করেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বৈশ্বিক অর্থনৈতিক সংকট উত্তরণ করেছিল। কিন্তু বর্তমানে ঋণের পরিমাণ রেকর্ড সর্বনিম্নে নেমে আসা এবং হাতে অন্য কোনো অস্ত্র না থাকায় অর্থনৈতিক শ্লথগতির দিকে এগোচ্ছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াও গত মাসে তাদের বেঞ্চমার্ক সুদহার ১ শতাংশ কমিয়েছে। অভ্যন্তরীণ চাহিদা সংকুচিত হওয়া, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধে রফতানি হ্রাস পাওয়া এবং পণ্যমূল্য ক্ষতিগ্রস্ত হওয়ায় উভয় দেশই সুদহার আরো কমাতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

রেকর্ড সুদহার কর্তনে নিউজিল্যান্ড ডলারের দাম মার্কিন ডলারের বিপরীতে ১ শতাংশ হ্রাস পেয়েছে। ওয়েলিংটনে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ১ নিউজিল্যান্ড ডলারের দাম ৬৪ দশমিক শূন্য ৩ সেন্টে দাঁড়ায়। সুদহার হ্রাসের ঘোষণার আগে এর হার যেখানে ছিল ৬৫ দশমিক ৫০ সেন্ট। ১০ বছর মেয়াদি বন্ডের মুনাফা ১৪ বেসিস পয়েন্ট হ্রাস পেয়ে রেকর্ড সর্বনিম্ন ১ দশমিক ১৫৮ শতাংশে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার মুদ্রার মানও ২০০৯ সালের পর রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া প্রতিবেশী নিউজিল্যান্ডের পথ অনুসরণ করবে বলেই মনে করা হচ্ছে।

উন্নত অর্থনীতিগুলোর মধ্যে প্রথম উদাহরণ হিসেবে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক গত মে মাসে সুদহার কমিয়েছিল। বর্তমানে অর্ধশতাংশীয় পয়েন্ট সুদহার কমাল। এ রকম বড় হারে ২০১১ সালের মার্চে সর্বশেষ সুদহার কমিয়েছিল আরবিএনজেড। দক্ষিণাঞ্চলীয় দ্বীপশহর ক্রাইস্টচার্চে কয়েক দফা ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছিল নিউজিল্যান্ড।


নিউজ বনিকবার্তা