ব্রেক্সিট নিয়ে সংকট চলার মাঝেই যুক্তরাজ্যে নির্বাচন নিয়ে জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রী বরিস জনসন আগাম নির্বাচন ডাকার চিন্তা-ভাবনা করছেন বলে শোনা যাচ্ছে।

নিজ দলের চুক্তিহীন ব্রেক্সিট বিরোধী এমপি’দের চেষ্টা ব্যর্থ করে দিতেই জনসন এ নির্বাচন ডাকতে পারেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে আগাম নির্বাচনের পরিকল্পনায় পার্লামেন্টের অনুমোদন পাওয়া নিয়ে আলোচনা চলছে বলে বিবিসি ধারণা প্রকাশ করেছে।

‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার প্রধান রাজনৈতিক সংবাদদাতা বলেছেন, এ সপ্তাহেই সাধারণ নির্বাচন ডাকা হতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর নির্বাচনের দিনটিও হতে পারে ৩১ অক্টোবরের আগেই।

প্রধানমন্ত্রী জনসন আকস্মিকভাবেই সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভার একটি বৈঠক ডাকার পর নির্বাচনের ঘোষণা আসন্ন বলে এ জল্পনা সৃষ্টি হয়েছে।

যুক্তরাজ্যের আইনমতে, জনসন নির্বাচন ডাকতে চাইলে তাকে অবশ্যই হাউজ অব কমন্সে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন পেতে হবে।

আগামী বুধবার জনসন পার্লামেন্টে সে চেষ্টা নিতে পারেন জানিয়েছেন বিবিসি’র রাজনীতি বিষয়ক সম্পাদক লরা কুয়েন্সবার্গ। তবে তিনি বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার (ব্রেক্সিট) শেষ সময় আগামী ৩১ অক্টোবর। ওই সময়ের মধ্যে একটি নতুন ব্রেক্সিট চুক্তিতে উপনীত হতে পারলে ভাল, নতুবা প্রয়োজনে চুক্তিহীন ব্রেক্সিট করতে চাইছেন জনসন।

এজন্য কৌশল হিসেবে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পার্লামেন্টের অধিবেশন স্থগিতের অনুমতিও আদায় করেছেন।

অন্যদিকে, যেকোনো মূল্যে চুক্তিহীন ব্রেক্সিট আটকাতে বিরোধী এমপি’রা আদাজল খেয়ে নেমেছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক মন্ত্রীরাও এ দলে থাকায় প্রধানমন্ত্রী জনসন বেকায়দায় আছেন।

বিরোধীদলের এমপি’রাসহ কনজারভেটিভ দলের চুক্তিহীন ব্রেক্সিট বিরোধী এমপি’রা মঙ্গলবার পার্লামেন্টের অধিবেশন শুরুর দিনই জনসনকে ইইউ এর সঙ্গে নতুন একটি ব্রেক্সিট চুক্তি করানোর জন্য সময় বাড়াতে বাধ্য করতে পারেন।

কিন্তু জনসন তা না করে চুক্তিহীন ব্রেক্সিটের পথ খোলা রাখতে চান। যাতে আলোচনার ক্ষেত্রে যুক্তরাজ্য শক্ত অবস্থানে থাকে।

মঙ্গলবার এমপি’রা চুক্তিহীন ব্রেক্সিট আটকানোর আইনের পক্ষে ভোট দিলে তাদেরকে দল থেকে বের করে দেওয়া এবং ভবিষ্যৎ নির্বাচন দাঁড়ানোও নিষিদ্ধ করার হুমকি দিয়ে রেখেছেন জনসন।

তিনি এ ধরনের পদক্ষেপ নিলে সাধারণ নির্বাচন আরো আসন্ন হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম