ফরেক্স কি?
যেহেতু অনলাইন ফরেক্স ট্রেডিং এর সাথে আমাদের পরিচয় খুব বেশি দিনের না। একসময় শুধু বড় বড় ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলাই এ ব্যবসা করার সুযোগ পেত। সাধারণ মানুষের খুব নাগালে ছিলনা এটি হয়তো হাতে গোনা কিছু মানুষ এ ব্যবসাটিতে ছিল কিন্তু প্রযুক্তির প্রসারে এবং অনেক ব্রোকারেজ হাউজ মাইক্রো ট্রেডারদের ট্রেডের সুযোগ দেবার কারণে ফরেক্স ট্রেড শব্দটি এখন অনেকেরি জানা। তাই জেনে নেই ফরেক্স কি?
FOREX শব্দটি মুলত Foreign Exchange শব্দটির সংক্ষিপ্তরুপ। এটি বিশ্বের সবচেয়ে বড় মার্কেট যেখানে দৈনিক টার্নওভার ৫ ট্রিলিওন ডলার।
http://en.wikipedia.org/wiki/Foreign_exchange_market
উইকিপিডিয়ার সুত্রে জানা যায় এপ্রিল ২০১৩ তে প্রতিদিন ৫.৩ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়েছে এই মার্কেটে, যা ২০১০ এর এপ্রিলে ছিল ৪ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমেই বুঝা যায় এটি কত বড় মার্কেট এবং দিন দিন এর ব্যপকতা কত বাড়ছে।
মুলত বিভিন্ন ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলা এ লেনদেন করে থাকে। বিভিন্ন ব্যাংক, বড় কোম্পানী, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইনভেস্টিং ফার্ম, ক্ষুদ্র ইনভেস্টর প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করে থাকে এ মার্কেটে। তাই প্রতিনিয়ত এখানে চাহিদা এবং যোগানের কারণে মুদ্রার দর উঠা-নামা করে থাকে। আর এই উঠা-নামার মধ্যেই কারেন্সি ট্রেডাররা তাদের লাভ করে থাকে।
এ মার্কেটের সবচেয়ে বড় সুবিধা এটি ২৪ ঘন্টা চালু থাকে সপ্তাহের পাঁচদিন শুধু মাত্র উইকেন্ড শনি-রবিবার বন্ধ থাকে। বাংলাদেশ সময় সোমবার রাত ৩:০০ টা থেকে শুক্রবার রাত ৩:০০ পর্যন্ত এ মার্কেট খোলা থাকে। কোন কোন ব্রোকারেজ হাউজে ১ ঘন্টা এদিক সেদিক হয় তাদের টাইমজোনের কারণে।
অনলাইন ফরেক্স ১৯৯৬ সালের আগে পর্যন্ত খুচরা পর্যায়ে আমাদের মত ক্ষুদ্র টেডারদের জন্য ফরেক্স উম্মুক্ত ছিলনা। বড় কোম্পানী এবং ফাইনান্সিয়াল কোম্পানীগুলাই সেগুলা করত।
কিন্তু নিত্য নতুন টেকনোলজির কারণে বিভিন্ন ব্রোকারেজ হাউজের কারণে আজ একজন ক্ষুদ্র ট্রেডার ১ ডলার ইনভেষ্ট করেও ফরেক্স ট্রেড করতে পারে। এটি আমাদের জন্য প্রযুক্তির একটি আশির্বাদ স্বরুপ বলা যায়।
ফরেক্সে প্রফিট কিভাবে করা যায়?
মুলত খুচরা ট্রেডাররা হাই থেকে সেল লো থেকে বাই করেই এখানে প্রফিট করে থাকে বিভিন্ন টেকনিক ব্যবহার করে। তবে তার আগে আমরা ফরেক্স এর বেসিকটি জেনে নেই তাহলেই প্রফিট এর ব্যপারটি বুঝা আরো সহজ হবে।
ফরেক্স মার্কেট কোথায় অবস্থিত?



ফরেক্স মার্কেটের নির্দিষ্ট কোন মার্কেট লোকেশন নেই। স্টক মার্কেটের যেমন নির্দিষ্ট স্থান রয়েছে যেমন আমেরিকার স্টক মার্কেট New York Stock Exchange (NYSE). কানাডার স্টক মার্কেট Toronto Stock Exchange. ইউরোপিয়ান স্টক মার্কেট Amsterdam Stock Exchange, London Stock Exchange, Paris Bourse,আফ্রিকার স্টক মার্কেট Nigerian Stock Exchange, JSE Limited, ইত্যাদি. এশিয়ায় আছে Philippine Stock Exchange, the Singapore Exchange, the Tokyo Stock Exchange, the Hong Kong Stock Exchange, the Shanghai Stock Exchange, and the Bombay Stock Exchange. অষ্ট্রেলিয়ার আছে the Australian Securities Exchange, বাংলাদেশের আছে DSE, CSE ইত্যাদি।
কিন্তু ফরেক্স মার্কেটের এমন নির্দিষ্ট কোন লোকেশন নেই। মুলত পুরো বিশ্বই হল ফরেক্স এর মার্কেট। এটা মুলত গ্লোবালি সকল ব্যাংকের সাথে, ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।
কারা ফরেক্স ট্রেড করে?
যেহেতু এ মার্কেটের ব্যাপকতা অনেক। অনেকেই এখানে অংশগ্রহণ করে থাকে।
১. ব্যাংক
২. বড় আর্ন্তজাতিক কোম্পানীগুলো
৩. ট্রেডিং কোম্পানী
৪. স্বল্পমেয়াদী ট্রেডার। যাকে ইংরেজীতে Speculator বলা হয়। এর সংজ্ঞায় বলা হয়েছে ।