মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।
আপনারা হয়ত লক্ষ করেছেন, যে সময়ে আপনি ৫০০ ডলার মেইক করতে পারেন আরেকজন ঠিক একই সময়ে একই ডিপোজেটে তার ডাবল মেইক করতে পারে অথবা আপনি যে পরিমানে লস করেন এবং আপনার রিটার্ন এর যে হার আরেকজন তার অনেক কম হারে লস করে এবং তার রিটার্ন ও বেশি, আসলে এইসব বিষয়গুলো কারো এক্সট্রা কোন পাওয়ার নয় , পাওয়ার যদি থেকে থাকে তা হল তার জানার পরিধি ভালো, যা আপনিও করতে পারেন। তাই আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।