মন ট্রেডারও জানেন যে এখানে টিকে থাকতে হলে অন্যান্য সকল বিষয়ের সাথে মানি ম্যানেজমেন্ট খুব শক্তভাবে আয়ত্ত করতে হবে। মানি ম্যানেজমেন্ট ভালভাবে ব্যবহার করতে শেখা মানে ফরেক্স এর ৭০% নিজের নিয়ন্ত্রনে নিয়ে আসা। আর এই মানি ম্যানেজমেন্ট ৫% সর্বোচ্চ হতে পারে, এর বেশি করতে গেলেই ট্রেড ও আপনার ব্যালান্স উভয়ই ঝুঁকির মাঝে পড়বে। এই মানি ম্যানেজমেন্টের উপরেই আপনার সাইকোলজি অনেকটাই নির্ভরশীল। আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনি সাইকোলজিক্যালি অনেক রিল্যাক্স থাকতে পারবেন। অন্যদিকে আপনার ট্রেডিং স্ট্রাটেজী যতই ভাল প্রফিট দেক না কেন, মানি ম্যানেজমেন্ট ভালভাবে ফলো না করলে আপনার সাইকোলজি আপনাকে অস্থির করে তুলবে প্রতিটা ট্রেডেই। আর তখনই আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আর লুজার হয়ে যাবেন। আপনার সাইকোলজি আপনাকে এরপর থেকে নিয়মিত আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আপনি চাইলেও আর প্রফিটের ধারায় আসতে পারবেন না। কারন আপনার সাইকোলজি আপনাকে নিয়ন্ত্রন করা শুরু করে দিয়েছে ততোক্ষনে।