ফরেক্স এর সাথে যারা অনেকদিন লেগে আছেন তারাতো এর গুনগান করেন কিন্তু বাকি যারা আগে ফরেক্স করে লুজার হয়েছেন তারা খুবই উচ্চকন্ঠে এর মুন্ডুপাত করেন। আর যারা আগে কখনও ফরেক্স করেননি কিন্তু অন্য অনেক হাইপ সাইট এ কাজ করে লস করেছেন তারাও ফরেক্স কে সেরকম একটা কিছু মনে করেন। এরা সবাই ফরেক্স সম্পর্কে ডিটেইলস না জেনেই এর বিরুদ্ধচারন করেন। তবে সুখবর হচ্ছে নতুনরা কিন্তু এসম্পর্কে বেশ পজেটিভ। যারা লস করে ফরেক্স এর বিরোধীতা করেন তাদের বলছি লস করেছেন বলেই এখন লাভ করার সম্ভাবনা অনেক বেশি। আপনারা ফরেক্স ছাড়া আর যেখানে বিনিয়োগ করেছেন এবং লস করেছেন খুঁজে দেখুন তাদের অস্তিত্ব আছে কিনা? তাহলে কি দাঁড়ালো? বিনিয়োগ এর স্থান ঠিক ছিলনা। আর ফরেক্স বিনিয়োগ করে আপনি/আমি লস করেছি ফরেক্স কিন্তু বহাল তবিয়তে রাজত্ব করছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। ফলে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নিন।