বিভিন্ন দেশের যে নিউজ গুলো প্রকাশিত হয়, সেই নিউজ কি বাংলাদেশের নিউজের মত ভুয়া হয়?

যেমন বাংলাদেশে রাজনৈতিক ইমেজ বজায় রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কে ভাল অর্থনৈতিক নিউজ প্রকাশ করার জন্য চাপ সৃষ্টিকরে তেমনি কি বিদেশের ক্ষেত্রেও হয়? জানতে চাই।

যেমন বাংলাদেশের একটি নিউজ:

বাংলাদেশের প্রবৃদ্ধি বেরেছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, হরতাল, অবরোধ এর কারনে বাংলাদেশের প্রবৃদ্ধি বেরেছে

হাশিব না কাদিবো কিছু বুছিয়া পাইতেছি না।

বিবিএস এর কারন হিসেবে বলেছে...
হরতালের কারনে ১০ টাকার রিক্সা ভাড়া ৩০ টাকা, বিদেশী পর্যটক হোটেলে বন্ধী থাকায় বাড়তি রুম ভাড়া গুনতে হতে হয়েছে। পন্য আনা নেয়ার কারনে ট্রাক ভাড়া বেশি গুনতে হয়েছে ইত্যাদি ইত্যাদি।

(অবোরধে গাড়িই চলে না ভাড়া নিবো কেমনে? বিবিএস কি আমাদের মদন পাইছে?)


যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করেন তাদের কাছ থেকে যানতে চাই.....................