১। সর্বচ্চ ৩ টি পেয়ার নিয়ে কাজ করুন।
২। ধারণা আনার চেস্টা করুন মার্কেট মুভমেন্টের ব্যাপারে।
৩। ১-২ টি ট্রেড ওপেন রাখুন, এর বেশি হলে অনেক সময় মেনেজ করতে কষ্ট হয়ে পড়ে।
৪। বড় পিপ্সের মুভমেন্ট হয়ে গেলে সেই পেয়ার পর্যবেক্ষণ করা ছাড়া ট্রেড দিবেন না।
৫। মানি ম্যানাজমেন্ট সমানভাবে ট্রেডে বিভক্ত করুন। অতিরিক্ত লট নিবেন না যা আপনার মানি ম্যানাজমেন্ট এর নিয়ম ভঙ্গ করে।
৬। ই সি এন এবং রেগুলেটেড ব্রোকার দ্বারা ট্রেড করুন।
৭। সুযোগ হারিয়ে গেলে আফসোস করে তারাহুরো করে ট্রেড নিবেন না, নিজেকে কন্ট্রোল করুন।
৮। সাপোর্ট রেসিস্টেন্স মেনে ট্রেড করুন।