ফরেক্স এ ও একাউন্ট জিরো হবেনা। আবার শেয়ার এ ও একাউন্ট জিরো হবে। কিভাবে?
আপনার একাউন্ট জিরো হবে নাকি হবেনা সেটা নির্ভর করছে আপনি কত লেভারেজ নিচ্ছেন, কত ট্রেড দিচ্ছেন সেটার উপর।
আবার শেয়ারেও একাউন্ট জিরো হবে যদি আপনি ১:২ ও লেভারেজ নেন।
কারণ শেয়ার মার্কেট এ ও লেভারেজ নেয়ার সুযোগ আছে যদিও সেটা ফরেক্স এর মত এত বিশাল না। মনে করেন আপনি ১০০০ শেয়ার কিনেছেন ৩০ টাকা দামে। আপনার ইনভেষ্ট ১৫০০০ টাকা ব্যাংকের লোন ১৫০০০ টাকা। এখন সে শেয়ারের দাম যদি ১৫ টাকার নিচে চলে আসে তখন কিন্তু আপনার একাউন্টটাও জিরো হবে।
আর ফরেক্স এ ও যদি আপনি লেভারেজ না নেন তাহলে একাউন্ট জিরো হবেনা। কারণ ১ eur তে ১.৩৩ ডলার পাওয়া যাচ্ছে। বা ১ ডলারে .৭৫ eur পাওয়া যায়। তাই এই মুহুর্তে যদি আপনি ২০০০ ডলার ইনভেষ্ট করে .০১ লট বা ১০০০ eur কিনে রাখেন তাহলে যদি eurএর এগেইনেষ্ট এ usd ৭৫০০ পিপস পড়ে একেবারে ডলার এর দাম শুন্যও হয়ে যায় আপনার লস হবে ৭৫০ ডলার। একাউন্ট একেবারে শুন্য হবেনা। যদিও সেটা কখনো সম্ভব না দুটি শক্তিশালী মূদ্রার বিনিময় হার কখনো শুন্যতে নামতে পারেনা। (আমার ক্যালকুলেশনে কিছুটা এদিক সেদিক হতেও পারে)
তো আমাদের একাউন্ট কেন জিরো হয়? আসলে জিরো হবার মুল কারণ হলো আমাদের লেভারেজ নেয়া। আমরা যখন ১০০০ ডলারের একাউন্ট এ ১ স্টান্ডার্ড লট সেল মারি তখন তখন আমরা আসলে ১ লক্ষ ডলার কিনলাম। এখন usd যদি শক্তিশালী হয়ে নিচে নামে তাহলে আমরা পার পিপস ১০ ডলার প্রফিট করি। ১০০ পিপস নিচে আসলে ১০০০ ডলার প্রফিট করি। এখন মার্কেট যদি উল্টাদিকে যায়, বা eur এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ২০০ পিপস উপরে গেলেই আমাদের লস হবে ২০০০ ডলার এবং মার্জিন সহ যদি আমদের ২০০০ ডলার লসে যায় তখন অটো আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ হবার পর যদি মার্কেট নিচেও পড়ে তাতে আমাদের কোন লাভ নেই।
কিন্তু আমরা যদি লেভারেজ ১:১ নিতাম তাহলে আমি ট্রেড দিতে পারতাম কম। ধরেন আমি .০১ লটে যদি ট্রেড দেই (১০০০ ডলার পরিমাণ বাই বা সেল) তাহলে ২০০ পিপস মার্কেট বিপরীতে গেলে আমাদের লস হতো ২০ ডলার। এরপর যদি মার্কেট সেখান থেকে আবার ঘুরে ৩০০ পিপস পড়ে যেতো তাহলে আমাদের লাভ হতো ৩০ ডলার। এভাবেই লেভারেজের কারণে বড় ট্রেড নেবার কারণেই আমাদের একাউন্ট জিরো হয়। লেভারেজের কারণে যেভাবে একাউন্ট এ প্রফিট হয় তেমনি লস ও হয়।