কয়েকটি ছোট ঘটনা দিয়ে আলোচনা শুরু করি।
ঘটনা-১, ধরুন আপনি ইউএসএ থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন কিনেছেন এই সেটটি হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন? ওয়ারেন্টি থাকায় আপনি সোজা আইফোন কাস্টমার কেয়ারে যাবেন এবং একটি নতুন সেট সম্পুর্ন ফ্রী নিয়ে আসবেন।
ঘটনা-২, ধরুন আপনি ইউএসএ থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন কিনেছেন। পারিবারিক কারনে আপনি আপনার প্রিয়জনের সাথে বসবাস করতে বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশে আসার পর এই সেটটি হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন?বাংলাদেশে অবস্থিত আইফোন কাস্টমার কেয়ারে যাবেন কিন্তু আইফোন এর রিপ্লেসমেন্ট পাবেন না কারন বাংলাদেশে আইফোন এর ওয়ারেন্টি কার্যক্রমের আওতাভুক্ত নয়।
ঘটনা-৩, এবার ধরুন আপনি বাংলাদেশেই থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন কিনেছেন। সেটটি আপনার হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন?বাংলাদেশে অবস্থিত আইফোন কাস্টমার কেয়ারে যাবেন কিন্তু আইফোন এর রিপ্লেসমেন্ট পাবেন না কারন বাংলাদেশে আইফোন এর ওয়ারেন্টি কার্যক্রমের আওতাভুক্ত নয়। তবে এক্ষেত্রে যে স্টল থেকে আপনি সেটটি কিনেছেন তারা হয়ত আপনাকে সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারে আপনি ফ্রীতে ততটুকু পেয়েই সন্তুস্ট থাকতে হবে।
ঘটনা-৪, এবার ধরুন আপনি বাংলাদেশেই থাকেন, আপনার প্রয়োজনে একটা আইফোন না কিনে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড স্যামসাং সেট কিনেছেন। সেটটি আপনার হাত থেকে পড়ে ভেঙ্গে গেল, পানিতে পড়ে নস্ট হয়ে গেল অথবা অন্য কোন কারনে সেটটে ক্ষতিগ্রস্ত হল। আপনি কি করবেন?বাংলাদেশে অবস্থিত আইফোন কাস্টমার কেয়ারে যাবেন সেক্ষেত্রে আপনি আইফোনের মত রিপ্লেসমেন্ট না পেলেও ওয়ারেন্টি কিন্তু পাবেন প্রয়োজনে ওরা রিপ্লেস ও করবে।
এবার আসুন আমরা আলোচনা করি ফরেক্স রেগুলেশন কি?
রেগুলেশন অথরিটি হল সংস্লিস্ট দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যেমন
ইউএসএ এর New York Stock Exchange (NYSE)
ফিনল্যান্ড এর FIN-FSA in Finland
সাইফ্রাস এর Cyprus Securities and Exchange Commission (CySEC)
ভারত এর Securities and Exchange Board of India (SEBI)
এরকম প্রত্যেক দেশেই আছে যেমন আমাদের দেশের অথরিটি হল
Securities and Exchange Commission (SEC)
এখন প্রশ্ন হল একটি ফরেক্স ব্রোকার যদি ইইউ/ইউএসএ এর কোন দেশের নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন লাভ করে তাহলে আমাদের দেশ থেকে আমরা কি লাভ পাব? ব্রোকার দ্বারা যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে ওরা কি কোন ক্ষতিপূরন দিবে নাকি আইফোনের মত কোন দায়িত্বই নিবেনা। এক্ষেত্রে শুধু বাংলাদেশ নয় সমগ্র এশিয়াতেই কোন দায়িত্ব নিবেনা এসব রেগুলেটেড ব্রোকার। কারন এশিয়াতে ফরেক্স এখন কোন আইনগতভাবে স্বীকৃত ব্যবসা নয়। তবে এক্ষেত্রে আপনি এশিয়াতে একটা অথরিটি পাবেন www.financialcommission.org যা গঠন করেছেন এশিয়াতে যেসকল ব্রোকার তাদের কার্যক্রম চালায় তারা। এর মাধ্যমে আপনি আইফোনের মত না হলেও স্যামসাং এর মত সার্ভিস পাবেন, ক্ষতিপুরন পাবেন এবং যেকোন সমস্যায় এই অথঅরিটির কাছে অভিযোগ করতে পারবেন। অর্থাৎ আপনি এখন বাংলাদেশ বা এশিয়ার যেকোন দেশে থেকে ব্রোকার চয়েস করতে পারবেন। সমস্যায় অভযোগ করতে পারবেন এবং সমাধান ও পাবেন।
এখন আপনি কি দেখে ব্রোকার চয়েস করবেন?
১। এই ব্রোকার ইইউ/ইউএসএ এর দেশ সমুহ থেকে রেগুলেটেড কিনা
২। www.financialcommission.org এর সদস্য কিনা?
দুটোই যদি হ্যাঁ হয় তাহলে আপনার আর কোন চিন্তা নেই।