আমার নিজের ই কারো উপদেশ পছন্দ হয় না। কারন সবাই বলতে পারে কিন্তু সে সেটা নিজে করে না। আর আমাকে উপদেশ দিতেছে কিন্তু আমি যখন সাহায্য চাইতেছি তখন সে বলে আমি পারবো না। তাই এই রকম উপদেশ এর কথা শুনলে আমার কান গরম হয়ে যায়।
প্রথমেই আপনাকে প্লানিং করতে হবে।
আপনার ইনভেষ্ট কত ?
আপনার মাসিক চাহিদা কত ?
এখন আপনি চান আপনার ইনভেষ্ট এর 30% এর বেশী। মানে আপনি আপনার একাউন্ট শূন্য করতে চাইতেছেন। (হয়ত অনেকে আরো বেশী বা কম এর কথা বলবেন।)
আপনি যে মেথড টা ভাল বুজেন সেই মেথড এই ট্রেড করেন। হয়ত ১০ টা ট্রেড এর মধ্যে ৩ টা স্টপ লস খেতে পারে। কিন্তু বাকী ৭ টা তো টিপি খাইছে। এভারেজ এ আপনার লাভ।
বাড়ে বাড়ে মেথড চ্যান্জ করবেন তো সফলতা পাবেন না।
ঘন ঘন ট্রেড করা থেকে বের হয়ে আসতে হবে। এমন ও হতে পারে একটা ট্রেড ই আপার ১ মাসের চাহিদা পূরণ করে দিতে পারে।
যাদের ফরেক্স এ বয়স ৪ বছর এর অধিক তারাই শুধু স্ক্যালপিং করে লাভ হয়ত করতে পারে। নতুন ট্রেডাররা স্ক্যালপিং এর জন্য অর্ডার দেয় ৯০% বুজে ( কিন্তু তাদের এনালাইজ এর ৯০% ই থাকে ভূল)।
মার্কেট যদি চলে যায় আপনার কোন সমস্যা নাই । এখন ট্রেড দিতে পারেন নাই। কিন্তু পরবতীতে ট্রেড দিতে পারবেন। আর যদি তাড়াহুরো করে ট্রেড দেন তাহলে মার্কেট আপনার সব ডলার খেয়ে ফেলবে। তখন আপনাকে কে ডলার দিয়ে সাহায্য করবে। মার্কেট তো আর ডলার ফেরত দিকে না।
ডলার আপনার। আপনি যেভাবে খুশী খরচ করতে পারেন। বা এটাকে সুন্দর মত ব্যবহার করে এটাকে আরো বাড়াতে পারেন।

এই লেখা পড়ে কারো যদি কোন উপকার হয় তাহলেই আমি খুশী।