মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং । কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয় । এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস । আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে স্ক্যাল্পিং বলা যাবে না । সেটা সাধারন ট্রেড হয়ে যায়।মার্কেট সবসময়ই ওঠা-নামা করে । আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন । কিন্তু স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ । অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে । কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে ।