আমরা যদি পিউনপোষ্টে চাকরি নিতে চাই তাহলে আমাদের নূর্নতম শিক্ষাতযোগ্যতা লাগবে এস এস সি পাস।মানে আপনি এসএসসি সার্টিফিকেট অর্জন করতে ১০ বছর সময় নিয়েছেন।তাহলে আমরা ফরেক্স মার্কেটে ৬মাস বা ১বছরে অভিজ্ঞতায় কোটি টাকার চিন্তা করেন কেন।ফরেক্স মার্কেটে ৬মাস বা ১বছরে প্রেশনাল মান নিয়ে আসা সম্ভব না।মূলত এই করনে ফরেক্স মার্কেটে ৯৫ ভাগ ট্রেডার লস করে।আর চেকলিষ্ট বলতে আমি বুঝি আমি যে ট্রেডিং স্ট্রেজি দিয়ে ট্রেড করি তার কিছু রুলের সমষ্টি।যেমন আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি আর এর জন্য আমি কিছু নিয়ম তিরি করেছি আর এই নিয়মের মধ্য ট্রেড পরলে আমি তখন ট্রেড এন্টি নিবো।আমি ট্রেন্ড+লেভল+সিগন্ যাল এই তিনটি মেনে ট্রেড করে থাকি।মূলত এটাই আমার চেকলিষ্ট।