লস আমরা সবাই করি। তবে হ্যাঁ কেও কম লস করে আবার কেও একটু বেশি লস করে। আমাদের উচিত লস কেন হচ্ছে তার কারন বের করে লিখে রাখা এবং পরে কারনগুলু নিয়া চিন্তা করা যে কেন লসটা হল আর কিভাবে ভুলটা শুধরে নেয়া যাই। আমার কাছে একটা সহজ সমাধান আছে তা হল কি পরিমান, কোন সময়ে, কোন পেয়ারে এবং কোন দামে লসটা হয়েছে তার রেকর্ড রাখা। এটা করার ফলে আমরা ঝুঁকি নিয়ন্ত্রন করতে পারব খুব সহজে। মনে রাখবেন লস করার ফলে আপনি অনেক কিছু শিখতে পারবেন কিন্তু চেষ্টা করতে হবে লসটা যাতে স্থায়ী না হয়।