একজন সফল ট্রেডার হওয়ার পূর্ব শর্ত হল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট-এর একটি গুরুত্বপূর্ন নিয়ম যেটা সকল সফল ট্রেডার মেনে নিতে বাধ্য তা হল একবারে কোন ট্রেড-এ মোট আকাউন্ট বালেন্সের ৮-১০ ভাগের বেশি রিস্ক না নেয়া। একটা উদাহরণ দিই, যদি আপনার আকাউন্ট বালেন্স হয় ২৫,০০০ ডলার এবং মার্জিন হয় ৫০০ ডলার (প্রতি লট)। আপনার উচিত হবে একবারে ২,০০০ ডলারের বেশি ট্রেড ওপেন না করা। নিয়মটি আপনাকে অপ্রয়োজনীয় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিবে। মনে রাখবেন শুরুটা সবসময় নিচের দিক থেকে হয়। অর্থাৎ শুরুতে আপনার প্রফিট কম হলেও মুলধন বাড়লে প্রফিট বাড়তে থাকবে সময়ের সাথে সাথে।