১. কোন নিউজ গুলো পাবলিশ হবার সাথে সাথে একটা ৫০-১০০ পিপসের ক্যান্ডেল তৈরি হয় কোন রিট্রেস ছাড়া?
২. কোন নিউজ গুলো ৫০-১০০ পিপস এর ক্যান্ডেল ঠিকই তৈরি হয় তবে উঠা-নামা করে ধাক্কিয়ে ধাক্কিয়ে?
৩. কোন নিউজ গুলো প্রথমে ডাউনে ২০-৫০ পিপস গিয়ে সব স্টপলস হিট করে এরপর ফুল ফোর্সে উপরে উঠে যায়?
৪. কোন নিউজ গুলো নিউজ চলাকালীন দু্ই দিকেই স্পাইক করে?

৫.আর নিউজে কতটুকু স্পাইক করতে পারে এবং কতটুকু মুভমেন্ট করবে সেটার ধারণা কথা থেকে পাওয়া যাবে ভালো?

৬. কোন নিউজ গুলো বেশি বিপদজনক আনুমানিক ২৫-৫০ পিপ মুভমেন্ট হয় সেটা অথবা ৫০-৮০ বা তার ও বেশি মুভমেন্ট হয় সেই নিউজ গুলো?

৭. নিউজের সময় সরবচ্চ কত পিপ্স স্প্রেড হয় USD currency pair এ?

৮. আমরা জানি হাই ভোল্টেজ নিউজ রিলিজ হলে স্লিপেজ হয়।এই স্লিপেজটা কি মূলত নিউজ ভালো বা খারাপ আসলে তার পক্ষে হয় আথবা নিউজ ভালো বা খারাপ আসলে তার বিপক্ষে হয়?

৯. একই দিনে একই কারেন্সিতে ভিন্ন ভিন্ন সময় হাই ইমপ্যাক্ট নিউজ থাকলে কোনটা বিপদজনক আর মার্কেটে বেশি প্রভাব ফেলবে।

সবার মতামত আসা করছি।