আউট সোর্সিং জগতের সর্বাধিক আয়-রোজগারের সর্ববৃহৎ ক্ষেত্র হচ্ছে এই ফরেক্স মার্কেট৷এই মার্কেটে বসে সারা বিশ্বের যে কেউ যে কোনোও স্হান হতে অনলাইনের মাধ্যমে স্বাধীনভাবে ব্যাবসা করতে পারছি৷যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷ফরেক্স মার্কেটে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংক,ফিনানসিয়াল বড় বড় প্রতিষ্ঠানগুলো,ইন্সুরেন্স কোম্পানীগুলো,এক্সপোর্ট/ইমপোর্ট কোম্পানীগুলো,বড় বড় ইনভেষ্টমন্ট প্রতিষ্ঠান,প্রাইভেট ফান্ড এবং আমরা অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র ট্রেডারগণ সবাই একযোগে একইসাথে নির্দিষ্ট সেসন অনুযায়ী এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী/খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷ঠিক একই রকমে আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷