মে মাসে যুক্তরাস্ট্রের অর্থনীতিতে ২লক্ষ ৮০ হাজার নতুন চাকুরীর সংস্থান হয়েছে। আর এর মধ্য দিয়ে বেকারত্বের হার ৫.৫ শতাংশে নেমেছে।

ওয়াশিংটনে মানুষ সক্রিয়ভাবে কাজ না খোঁজা পর্যন্ত তাকে বেকার বলে ধরা হয় না। শুক্রবার শ্রম বিভাগ থেকে বলা হয় বানিজ্য ক্ষেত্র, রেস্টুরেন্ট খাত ও স্বাস্থ্য খাতে বেশী চাকুরীর সংস্থান ঘটেছে। তবে তেল শিল্পে চাকুর হারাচ্ছেন কর্মীরা।

তথ্য উপাত্তে দেখা যায় এখনো ৮৭ লক্ষ আমেরিকান এখনো বেকার আর ৬৭ লক্ষ খন্ডকালীন কাজে রয়েছেন যাদের পূর্নকালীন চাকুরী প্রয়োজন।